• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মার্চ ও এপ্রিলের বেতন পাবে জবির মজুরিভিত্তিক কর্মচারীরা

  ক্যাম্পাস ডেস্ক

২৮ মার্চ ২০২০, ১৭:১২
জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

কাজ না থাকলেও মার্চ ও এপ্রিলের পুরো বেতন পাবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মজুরিভিত্তিক কর্মচারীরা

গত বুধবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের আদিষ্ট এক প্রেস বিজ্ঞপ্তির বরাতে এ কথা জানা যায়।

নিয়মিত কর্মচারীদের পাশাপাশি জবিতে প্রায় ২৫০ জন মজুরিভিত্তিক কর্মচারী রয়েছে। নিয়মিত কর্মকর্তা কর্মচারীরা নিয়ম-মাফিক বেতন-ভাতা পেলেও মজুরিভিত্তিক কর্মচারীদের আজ পর্যন্ত ছিল না কোনো নিশ্চয়তা। এমন সময় আগামী দুই মাসের বেতন প্রদানের ঘোষণা আশ্বস্ত করেছে জবির মজুরিভিত্তিক কর্মচারীদের।

এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে কী করা হবে এ বিষয়ে আমাদের জানা নেই। তবে আমাদের কর্মচারীদের বেতন আমরা চালিয়ে যাব। দরকার হলে আমাদের বেতন থেকে হলেও আমরা তাদের বেতন নিশ্চিত করবো।’

আরও পড়ুন : প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তাদের যোগাযোগ মাধ্যম সংযোগ রাখতে হবে

তিনি আরও বলেন, এ ব্যাপারে শিক্ষক সমিতি, কর্মচারী সমিতি আমাদের সাহায্য করেছে।

একজন মজুরিভিত্তিক কর্মচারীর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, এই দুর্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কথা চিন্তা করছে এতে আমি আনন্দিত। সত্যিই যদি এমন না হতো তা হলে ছেলেমেয়ে নিয়ে চলাটা খুব কঠিন হয়ে যেত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড