• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধুর জন্মদিনে তিতুমীরে ডে কেয়ার চালু

  জিটিসি প্রতিনিধি

১৭ মার্চ ২০২০, ১৫:৫২
সরকারি তিতুমীর কলেজ
ডে কেয়ারের উদ্বোধন (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে শিশু দিবা যত্ন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

ক্লাস পরীক্ষা চলাকালীন কোনো শিক্ষার্থীকে যেন নিজের ছোট বাচ্চা নিয়ে বিড়ম্বনায় পড়তে না হয় সেজন্য কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগ।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় কলেজ অধ্যক্ষ মো. আশরাফ হোসেন এবং শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে লাল ফিতা কেটে এই ডে কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়। কলেজের বরকত মিলনায়তনের সামনের ফাঁকা জায়গায় এই শিশুস্বর্গ নির্মাণ করা হয়েছে।

শিশু দিবা যত্ন কেন্দ্রের সংশ্লিষ্ট সূত্র জানায়, তিতুমীর কলেজের এই ডে কেয়ার সেন্টার দেশের কলেজগুলোর মধ্যে প্রথম। এ দিকে, কলেজটির দিবা যত্ন কেন্দ্রে শিশুরা খেলাধুলার নানা উপকরণ পাবে। পাশাপাশি দেখভাল করার জন্যও লোকবল থাকবে বলে জানা যায়।

আরও পড়ুন : মুজিববর্ষে বশেফমুবিপ্রবিতে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন

শিশু দিবা যত্ন কেন্দ্রের উদ্বোধনকালে গণিত বিভাগের প্রভাষক নাজিয়া জাহান বলেন, ‘অনেক সময় দেখা যায় বাচ্চা কোলে করে কলেজে এসে বেশ ভোগান্তির শিকার হয় কলেজ শিক্ষার্থীরা। তাদের কথা মাথায় রেখে কলেজ কর্তৃপক্ষের এমন উদ্যোগ। আরও ভালো লাগার বিষয়টি হলো এখানে শিশুরা অবাধে খেলতে পারবে, খেলার জন্য থাকবে নানান উপকরণ।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড