• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বশেফমুবিপ্রবির প্রধান ফটকে এলইডি ফলক প্রতিস্থাপন

  বশেফমুবিপ্রবি প্রতিনিধি

১৫ মার্চ ২০২০, ২১:৪৬
বশেফমুবিপ্রবি
বশেফমুবিপ্রবির প্রধান ফটকে এলইডি ফলক (ছবি : দৈনিক অধিকার)

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) এলইডি ফলক প্রতিস্থাপন করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান দুই ফটকে এলইডি ফলক প্রতিস্থাপন করা হয়।

এ দিকে ‘মুজিববর্ষ’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনে আলোকসজ্জা ও কেন্দ্রীয় লাইব্রেরিতে মুজিব কর্নার স্থাপনের কার্যক্রম চলছে।

ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক মো. মোখলেসুর রহমান জানান, বশেফমুবিপ্রবির মূল ফটকে এলইডি লাইটযুক্ত সাইনবোর্ড প্রতিস্থাপন খুবই সময়োপযোগী হয়েছে। তবে এটা আরও আগে হওয়া উচিত ছিল।

তিনি আরও জানান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজকে আত্তীকৃত করে প্রতিষ্ঠিত নতুন এ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে কলেজের সাইনবোর্ড থাকায় এলাকাবাসী, পথচারী বা নিত্য যানবাহন চালক-রিকশাওয়ালাদের কাছে বিভ্রান্তির জন্ম দিয়ে ছিল। এতদিন মূল ফটকে বিশ্ববিদ্যালয়ের নামে ফলক না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে চাঁপা অসন্তোষ বিরাজ করছিল, তা এখন কেটে যাবে।

মাৎস্যবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ফকির আহসানুল ইরফান জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তায় মূল ফটকে একজন দারোয়ান আর এর সামনে গতিরোধক থাকলে আরও ভালো হয়।

আরও পড়ুন : মৌলভীবাজার পলিটেকনিকে ফায়ার সার্ভিসের মহড়া

বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মেহরাব শাহরিয়ার বলেন, ‘মুজিব কর্নারে আমরা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বিষয়ক বই পড়ে আদর্শ নাগরিক হিসেবে দেশ ও জাতির কল্যাণে কাজ করব।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পর্যাপ্ত সংখ্যক বই লাইব্রেরিতে প্রদানের অনুরোধ জানান তিনি।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড