• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৪১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার সময়সূচি নির্ধারণ

  নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ ২০২০, ২০:২৬
(ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী মঙ্গলবার (১০ মার্চ) থেকে বৃহস্পতিবার (১২ মার্চ) এই প্রতিযোগিতা শুরু হবে।

রবিবার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব গোপাল চন্দ্র দাস স্বাক্ষরিত নির্দেশনায় বিষয়টি জানানো হয়েছে।

এছাড়া আগামী ২৩ এপ্রিল জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতার আয়োজন করে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, বিগত কয়েক বছরের মতো এবারও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২০ প্রতিযোগিতা আয়োজনের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। এবার ৫টি ধাপে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

এতে আরও বলা হয়েছে, উপজেলা পর্যায়ে ১৮ থেকে ১৯ মার্চ, ২৩ থেকে ২৪ মার্চ জেলা পর্যায়ে, ঢাকা মহানগরী পর্যায়ে ২৯ মার্চ, বিভাগীয় শহর পর্যায়ে ৩০ মার্চ এবং জাতীয় পর্যায়ে ২৩ এপ্রিল এ প্রতিযোগিতার আয়োজন করা হবে। চূড়ান্তভাবে বিজয়ীদের হাতে দেশসেরা পুরস্কার তুলে দেওয়া হবে।

আরও পড়ুন : জেএসসির মূল সনদ বিতরণ ১৫ মার্চ

এছাড়া অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড