• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হ্যান্ডবলে গণ বিশ্ববিদ্যালয়ের বিশাল জয়

  গবি প্রতিনিধি

০৪ মার্চ ২০২০, ১৯:৪০
স্পোর্টস চ্যাম্প
গবি শিক্ষার্থীদের বিজয় উল্লাস (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০২০ এর মেয়েদের হ্যান্ডবলে বিজিএমইএ বিশ্ববিদ্যালয়কে গোল শূন্যতে উড়িয়ে দিয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়।

বুধবার (০৪ মার্চ) দুপুরে বিজিএমইএ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে ২৪-০ ব্যবধানে বিজয়ী হয়েছে গণ বিশ্ববিদ্যালয়।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে বিজিএমইএ। তারই ফল স্বরূপ প্রথমার্ধেই ১৩-০ ব্যবধানে এগিয়ে যায় গতবারের হট ফেভারিট দলটি। অন্যদিকে গণ বিশ্ববিদ্যালয়ের শক্তিশালী রক্ষণভাগের সামনে তেমন কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি বিজিএমইএ এর খেলোয়াড়রা ।

বিরতির পর একের পর এক গোল করে দলকে এগিয়ে নিয়ে যান গবির অন্যতম সেরা খেলোয়াড় ছন্দা। খেলোয়াড়দের দারুণ বোঝাপড়ায় দ্বিতীয়ার্ধে আরও ১১টি গোল করে তারা। পুরো ম্যাচে বিচ্ছিন্নভাবে দুয়েকটি আক্রমণ করলেও সাফল্য পায়নি বিজিএমইএ। ফলে ২৪-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে শক্তিশালী গণ বিশ্ববিদ্যালয়। দলের পক্ষে জয়সূচক গোল করেন অধিনায়ক ছন্দা, নেহা ও রুমা।

উল্লেখ্য, ‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যে ১ মার্চ দ্বিতীয়বারের মতো শুরু হয় বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প। মোট ১২টি ইভেন্টে দেশের সরকারি এবং বেসরকারি ১০২টি বিশ্ববিদ্যালয়ের প্রায় চার সহস্রাধিক ক্রীড়াবিদ এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড