• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

  রাবি প্রতিনিধি

০১ মার্চ ২০২০, ১৭:২৪
রাবি
শিক্ষার্থীদের মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

ভারতের দিল্লীতে চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

রবিবার (১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট’ এর ব্যানারে এই মানববন্ধন করে তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ভারতের দিল্লীতে রাষ্ট্রীয় মদদে একটি গোষ্ঠীর উপর নিপীড়ন চালানো হচ্ছে। এক্ষেত্রে হিন্দুদের ধর্মীয় চেতনাকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চান নরেন্দ্র মোদী। তিনি জানেন, ভারতে ক্ষমতায় টিকে থাকার জন্য সাধারণ জনগণকে বিচ্ছিন্ন করতে হবে। এজন্য ভারতব্যাপী হিন্দুত্ববাদের সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছেন তিনি।

বক্তারা আরও বলেন, এ ধরনের সাম্প্রদায়িক বিষবাষ্প চলমান থাকলে পুরো এশিয়ার জন্য তা হুমকির কারণ হয়ে উঠবে। এছাড়া দেশে সাম্প্রদায়িক সহিংসতা যত বাড়বে সরকারের শক্তি তত বাড়বে। এ সহিংসতা ভারতের নতুন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যে আন্দোলন তা বিনষ্ট করার প্রয়াস। এই সহিংসতার মূল লক্ষ হলো একটি গোষ্ঠীকে দমিয়ে রাখা।

কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আব্দুল মজিদ অন্তর, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্ত, বিপ্লবী ছাত্র মৈত্রী রাবি শাখার সাধারণ সম্পাদক রঞ্জু হাসান, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি মোর্শেদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন : জবিতে নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড