• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছুরিকাঘাতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ শিক্ষার্থী 

  ডিসি প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৩
ডিসি
হামলায় আহত শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

ছুরিকাঘাতে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী আহত হওয়ার মামলায় সিটি কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃতদের তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ‘খলিলুর রহমানের ছেলে আশিকুর রহমান (১৮), ওমর খৈয়ামের ছেলে সাব্বির আহমেদ (১৮) এবং আলমগির সরকারের ছেলে ইয়াসিন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।’

ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির অধিকারকে বলেন, ‘গতকালের ঘটনায় আহতের এক শিক্ষার্থীর বাবা মামলা করেছে, আমরা তিনজনকে রাতেই গ্রেপ্তার করেছি। পরে তিন দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত আছে তাদের বের করার জন্য ইতোমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।’

এর আগে, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা কলেজের শিক্ষার্থী রাগিব নেহাল সিয়ামের পিতা বাবুল সরদার চাখারী ধানমন্ডি থানায় সিটি কলেজের ৪ শিক্ষার্থীকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সিটি কলেজের প্রধান ফটকে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোট ৫ জন শিক্ষার্থী। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।

আরও পড়ুন : বিএসএমএমইউতে ঢাবি শিক্ষার্থীদের হামলায় আহত ২০

আহত শিক্ষার্থীরা হলেন- ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী ছোয়াদ, রাহাত, তানভীর, সাফওয়ান এবং নেহাল।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড