• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেবে না রাবিও

  রাবি প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২০
সমন্বিত ভর্তি পরীক্ষা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশিত সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে না রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

বিষয়টি নিশ্চিত করে জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘সমন্বিত ভর্তি পরীক্ষা বিষয়টি অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় উত্থাপন করলে সেটি সদস্যরা নাকচ করে দেন। সদস্যদের কণ্ঠভোটে এই পদ্ধতিতে না যাওয়ার বিষয়টি পাস হয়। সুতরাং পুরনো নিয়মেই আমাদের পরীক্ষা হবে।’

আরও পড়ুন : চবিতে ক্লাসরুম সংকট নিরসনে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

প্রসঙ্গত, চলতি বছর থেকে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে পরামর্শ দিয়েছে ইউজিসি। সেজন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে ইউজিসির চেয়ারম্যানসহ প্রতিনিধিরা। ইতোমধ্যে এই পদ্ধতিতে পরীক্ষায় অংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাবি ও চবি।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড