• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইইউবিএটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  আইইউবিএটি প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৪
শহীদ দিবস
পুষ্পস্তবক অর্পণ (ছবি : দৈনিক অধিকার)

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, বোর্ড অব গভর্নসের সদস্য ইঞ্জিনিয়ার ওয়াসিল হাসান চৌধুরী এবং উপউপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম। পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গভর্নসের সদস্য, উপউপাচার্য, কলেজ ও ডিপার্টমেন্টের চেয়ারম্যান, ডাইরেক্টর, কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, বিনসিসি, স্টুডেন্ট অ্যাম্বাসেডর এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা আলাদা আলাদা ভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া উত্তরার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ এ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

আরও পড়ুন : জবিতে মুক্তমঞ্চ আন্দোলনের ‘বাকরুদ্ধ ভাষা’

পরে শহীদদের স্মরণে আইইউবিএটির অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড