• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডুয়েটে ডিনস অ্যাওয়ার্ড প্রদান

  ডুয়েট প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:০২
ডুয়েট
ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে ( ছবি : দৈনিক অধিকার)

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) অধ্যয়নরত শিক্ষার্থীদের ফল অর্জনের ভিত্তিতে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তড়িৎ ও ইলেক্ট্রনিক বিভাগের সেমিনার কক্ষে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, ‘সরকার পড়াশুনার জন্য জনগণের অর্থ ব্যয় করছে। তাই তোমরা ভালোভাবে পড়া শেষ করে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবে।’

এ সময় যন্ত্রকৌশল ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এম.এস.সি. কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদানের জন্য প্রস্তাব করেন।

আরও পড়ুন : বুটেক্স সাহিত্য সংসদের নতুন কমিটি

উল্লেখ্য, সামগ্রিক ফল ও নীতিমালা অনুসরণে যে সকল শিক্ষার্থী একই লেভেলের উভয় সেমিস্টারে ৩.৭৫ বা তদূর্ধ্ব সিজিপিএ অর্জন করেছে তাদেরকে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড