• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১  |   ৪১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভর্তি জালিয়াতিতে বহিষ্কৃত শিক্ষার্থীদের নাম প্রকাশের দাবি ডাকসুর

  ঢাবি প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৯
ডাকসু
প্রক্টর অফিসে ডাকসু সদস্য (ছবি : দৈনিক অধিকার)

আগামী ৫ দিনের মধ্যে ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত অভিযোগে বহিষ্কৃত শিক্ষার্থীদের নাম প্রকাশ না করলে প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলে আল্টিমেটাম দিয়েছেন ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে স্মারকলিপি প্রদান করে প্রক্টরকে এ আল্টিমেটাম দেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভর্তি জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে ৬৩ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করে প্রশাসন। সে সময় বহিষ্কৃতদের নাম প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জড়িতদের নাম প্রকাশের নির্দেশ দেন। তবে বহিষ্কৃতদের নাম প্রকাশে অনীহা জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বহিষ্কৃতদের নাম প্রকাশ করতে বলা সত্ত্বেও প্রক্টর নাম প্রকাশ করেননি। এতে শিক্ষার্থীরা প্রক্টরকে ধিক্কার জানিয়েছে। প্রক্টরের মতো দায়িত্বশীল জায়গায় দাঁড়িয়ে শিক্ষার্থীদের সাথে এমন প্রতারণা কাম্য নয়।’

আরও পড়ুন : ইসলামী বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী জানান, ‘নৈতিকতার কারণে আমরা এই মুহূর্তে নাম প্রকাশ করতে পারছি না। দ্রুত সময়ের মধ্যে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে নাম প্রকাশ করা হবে।’

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড