• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিভাগ অনুমোদনের দাবিতে মানববন্ধনে শিক্ষার্থীরা

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১৫
বশেমুরবিপ্রবি
মানববন্ধনে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা (ছবি : সংগৃহীত)

বিভাগ অনুমোদনের দাবিতে মানববন্ধন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের শতাধিক শিক্ষার্থী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সংলগ্ন সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে তাদের ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মানববন্ধনে অংশ নেওয়া ইতিহাস তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরমান দৈনিক অধিকারকে জানান, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমোদনহীন একটি বিভাগে চার শতাধিক শিক্ষার্থী ভর্তি করে আমাদের শিক্ষাজীবন সংকটে ফেলে দিয়েছেন। বারবার অনুমোদনের আশ্বাস দিয়েও কথা রাখেনি প্রশাসন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্য ড. মো. শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দৈনিক অধিকারকে বলেন, ‘আগামী ৬ তারিখ (ফেব্রুয়ারি) ইউজিসির সঙ্গে এ ব্যাপারে মিটিং আছে। মিটিংয়ে ইতিহাস বিভাগের অনুমোদন নিয়ে সিদ্ধান্ত হবে।’

আরও পড়ুন : সেন্টমার্টিনে চুয়েট শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

প্রসঙ্গত, সাবেক উপাচার্য ড. খোন্দকার নাসিরউদ্দিন ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ইউজিসির অনুমোদন ছাড়াই প্রথম ইতিহাস বিভাগ চালু করেন। বর্তমানে ওই বিভাগের শিক্ষার্থী সংখ্যা চার শতাধিক।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড