• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

  রাবি প্রতিনিধি

২৮ জানুয়ারি ২০২০, ১৬:১৬
রাবি
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

সীমান্তে চলমান হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘ভারতকে বাংলাদেশের সবচেয়ে বন্ধু রাষ্ট্র বলা হয়। কিন্তু ভারতের সীমান্ত দেশগুলোর পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ সীমান্তে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটে। তাহলে তারা কতটা বন্ধুত্বের মর্যাদা রাখল?’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের নাগরিকরা সীমান্তে অপরাধ করলে তার প্রচলিত আইনে সাজা হোক সেটি আমরাও চাই। কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না।’

তিনি আরও বলেন, ‘সীমান্তে যারা গরু আনতে যায় তারা নিঃসন্দেহে অপরাধ করছে। কিন্তু তারা তো লোকের খোয়াড় থেকে খুলে গরু আনছে না। তাদের কাছে কোনো চক্র গরু দিয়ে যাচ্ছে। তাহলে ওইসব চক্রদেরও কি এমন বিচার হচ্ছে? আমরা এর শান্তিপূর্ণ সমাধান চাই।’

আরও পড়ুন : সিকৃবিতে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোরশেদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন— বীর মুক্তিযোদ্ধা নূর আলম, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর প্রমুখ।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড