• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

গণ বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব ২ ফেব্রুয়ারি 

  গবি প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২০, ২২:০৬
গবি
গণ বিশ্ববিদ্যালয় ( ছবি : দৈনিক অধিকার)

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ৩য় বারের মতো আগামী রবিবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পিঠা উৎসব-২০২০’। মুজিববর্ষ উপলক্ষে এ উৎসবের উদ্যোগ নিয়েছে গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে এ উৎসব। এ উৎসবকে আবহমান গ্রাম বাঙলার নানা ঐতিহ্যের প্রতিপাদ্যে সাজানো হবে। এছাড়া সাংস্কৃতিক পর্বে থাকছে নৃত্য, লোকগান। এছাড়া আরও রয়েছে ঘুড়ি উৎসব এবং গ্রামীণ খেলাধুলার আয়োজন

গকসুর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রলিফ জানান, ‘মুজিববর্ষ উপলক্ষে আমরা ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি ব্যতিক্রম কিছু শিখতে পারে। এই উৎসবের মধ্য দিয়ে সকলের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হবে। এ পিঠা উৎসবে মোট ৩০টি স্টল বরাদ্দ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংগঠনের শিক্ষার্থীরা মাত্র ১ হাজার টাকা দিয়ে স্টলয়ের জন্য নিবন্ধন করতে পারবেন।’

সরেজমিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, উৎসবকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে চলছে নানা রকম প্রস্তুতি। এ উৎসবকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে চলছে নানা আয়োজন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পিঠা উৎসবকে ঘিরে গুঞ্জনে ছেয়ে গেছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শিক্ষকদের আনন্দ র‍্যালি

উল্লেখ্য, ২০১৬ সালে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে প্রথমবারের মতো গণ বিশ্ববিদ্যালয় পিঠা উৎসব আয়োজিত হয়। এছাড়া, পরের বছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের আয়োজনে ২য় বারের মতো এ উৎসব অনুষ্ঠিত হয়।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড