• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনশন ভাঙলেন বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২০, ১০:৩১
বশেমুরবিপ্রবি
বিভাগ একীভূতকরণের দাবিতে অনশনরত শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

টানা সাতদিন পর অনশন ভাঙলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের শিক্ষার্থীরা।

শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৫টায় ১৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটির সদস্যরা আলোচনা শেষে অনশনরত শিক্ষার্থীদের বিস্কিট এবং পানি খাইয়ে অনশন ভাঙান।

গত ১৯ জানুয়ারি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সঙ্গে একীভূতকরণের দাবিতে আমরণ অনশন করছিল ইটিই বিভাগের প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থী।

এ সময় তারা বলেন, ‘আমাদের পক্ষে সরাসরি ব্যবস্থা গ্রহণ করার সুযোগ নেই। আমরা কেবল সুপারিশ করতে পারি। তবে আমরা তোমাদের সমস্যাগুলো অনুধাবন করেছি এবং যাতে এই সমস্যার সমাধান হয় সেই অনুযায়ী সুপারিশ করেছি।’

এ সময় তারা শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বর্তমান উপাচার্য চলতি দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তার পক্ষেও এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। কারণ তিনি অ্যাকাডেমিক কাউন্সিল কিংবা রিজেন্ট বোর্ডের মিটিং আয়োজন করতে পারবেন না।’

এ বিষয়ে ইটিই শিক্ষার্থীরা দৈনিক অধিকারকে বলেন, ‘শিক্ষকরা অনুরোধ করায় আমরা আপাতত অনশন স্থগিত করেছি তবে আন্দোলন স্থগিত করিনি। আর ক্লাসে ফিরে যাব কি না, এ বিষয়ে আমরা পরবর্তীকালে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেব।’

আরও পড়ুন : অনলাইনে যেভাবে সার্টিফিকেটের ভুল সংশোধন করবেন

উল্লেখ্য, ইইই এবং ইটিই বিভাগকে একীভূতকরণের দাবিতে ২০১৯ সালের ১৭ অক্টোবর থেকে আন্দোলন করে আসছে ইটিই শিক্ষার্থীরা। বিভাগ দুটির সম্ভাব্যতা সম্পর্কে মতামত প্রদানের জন্য গত ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বশেমুরবিপ্রবির ইইই, ইটিইসহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতিদের সমন্বয়ে ১৬ সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড