• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

গণ বিশ্ববিদ্যালয়ে ব্যায়ামাগার উদ্বোধন

  গবি প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২০, ২২:১৯
গবি
ফিতা কেটে ব্যায়ামাগার উদ্বোধন করছেন উপাচার্য (ছবি : দৈনিক অধিকার)

পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য বজায় রাখতে গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ব্যায়ামাগার চালু করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ ব্যায়ামাগারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) ডা. লায়লা পারভিন বানু।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, উপরেজিস্ট্রার ড. এস. তাসাদ্দেক হোসেন, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, ক্রীড়া প্রশিক্ষক হাবীব উদ্দিন, কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) মো. জুয়েল রানা, সাধারণ সম্পাদক (জিএস) নজরুল ইসলাম রলিফ, কোষাধ্যক্ষ খাদিজা আক্তার সেতু, সহক্রীড়া সম্পাদক মহসিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপাচার্য ডা. লায়লা পারভিন বলেন, ‘শরীর, মনকে সুস্থ ও সতেজ রাখতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও জরুরি। এই ব্যায়ামাগারের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের শরীরের প্রতি যত্নশীল হবে।’

ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক মাহতাবুর রহমান সবুজ বলেন, ‘দীর্ঘ সময় ব্যবধানে হলেও অঙ্গীকার অনুযায়ী আমরা ব্যায়ামাগার চালু করতে সক্ষম হয়েছি। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করতে আইডি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। ব্যায়ামাগারের সুবিধা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও জানান, ‘আইডি কার্ডের খরচ বাবদ ২০০ টাকার বিনিময়ে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তারা ভর্তি ফরম পূরণ করার মাধ্যমে ব্যায়ামাগারে ব্যায়াম করার সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কার্যালয় থেকে এ ভর্তি ফরম সংগ্রহ করা যাবে।’

আরও পড়ুন : গুণগতমানের শিক্ষা নিশ্চিত করতে হবে : ইউজিসি চেয়ারম্যান

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহায়তায় এবং ছাত্র সংসদের উদ্যোগে চালু হওয়া এ ব্যায়ামাগার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। তবে শুক্রবার এবং জাতীয় দিবসগুলোতে বন্ধ থাকবে।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড