• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘তুমি’ সম্বোধনের জেরে নোবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ

  নোবিপ্রবি প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২০, ১৬:০৭
সংঘর্ষ
জুনিয়র সিনিয়র সংঘর্ষ (ছবি : দৈনিক অধিকার)

সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাসেঞ্জারে সিনিয়রকে ‘তুমি’ বলে সম্বোধন করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২ সিনিয়র এবং জুনিয়র শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশান্তি পার্ক ক্যান্টিনের সামনে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১৩তম ব্যাচের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের জুয়েল রানা এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১৪তম ব্যাচের বাংলা বিভাগের মো. জমির আলী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘ম্যাসেঞ্জারে ওই ঘটনার জেরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে, তারা একে অপরকে লাথি মারতে শুরু করে। এ ঘটনা মুহূর্তেই ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বাংলা বিভাগের প্রভাষক সাহানা রহমান। তাদের সঙ্গে আরও ২ শিক্ষক এগিয়ে আসেন। একপর্যায়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।’

এ ঘটনার পরে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয় এবং বক্তব্য নেওয়া হয়। পরে তাদের ব্যক্তিগত পরিচয় সংগ্রহ করে ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাহানা রহমান জানান, ‘এ ঘটনায় সম্পৃক্ত সকলের বিস্তারিত পরিচয়, অভিযোগ, লিখিত বক্তব্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন : আবরারের পর এবার ঢাবির ৪ শিক্ষার্থীকে রাতভর নির্যাতন

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাসেঞ্জারে ১৫তম ব্যাচের এক শিক্ষার্থী ১৪তম ব্যাচের শিক্ষার্থীকে ‘তুমি’ বলে সম্বোধন করে। এ ঘটনায় ১৪তম ব্যাচের শিক্ষার্থী ১৫তম ব্যাচের শিক্ষার্থীকে দেখে নেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ১৩তম ব্যাচের আরেক শিক্ষার্থী ১৪তম ব্যাচের ওই শিক্ষার্থীকে প্রশান্তি পার্ক ক্যান্টিনের সামনে ডেকে চোখ তুলে ফেলার হুমকি দেয়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড