• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএনসিসির সর্বোচ্চ র‍্যাংক পেলেন কবি নজরুল শিক্ষার্থী

  কেএনজিসি প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২০, ১৩:২৪
কবি নজরুল সরকারি কলেজ
ক্যাডেট কোরের সদর দপ্তর (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সর্বোচ্চ র‍্যাংক সিইউও (ক্যাডেট আন্ডার অফিসার) অর্জন করেছেন ২ নম্বর রমনা রেজিমেন্ট কবি নজরুল সরকারি কলেজের ক্যাডেট সার্জেন্ট এইচ.এম. বাকী-বিল্লাহ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সদর দপ্তরে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই র‍্যাংকের ব্যাচ প্রদান করা হয়।

রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খালেদ মাহমুদ তারেক (জি+) ও ব্যাটালিয়ন অ্যাডজুট্যান্ট মেজর কাউছার জাহান আকন্দ তাকে ক্যাডেটদের সর্বোচ্চ র‍্যাংক সিইউওর ব্যাচ পড়িয়ে দেন।

র‍্যাংক প্রদান অনুষ্ঠানে ৫ নম্বর রমনার অ্যাডজুট্যান্ট মেজর আব্দুস সামাদ ও সামরিক প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ‘তার এ প্রাপ্তিতে আমরা সকলেই আনন্দিত। অন্যান্য ক্যাডেটরা সমাজ সেবা ও শিক্ষামূলক কার্যক্রমে উৎসাহিত হবে।’

উপাধ্যক্ষ ডা. খালেদা নাছরিন বলেন, ‘এইচ. এম বাকী-বিল্লাহর সিইউও প্রাপ্তি অন্যান্য ক্যাডেটদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তার সমাজ সেবামূলক কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রম, চুড়িহাট্টা, বনানী, রাজধানী মার্কেটের অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ক্যাডেটদের নিয়ে স্ব-ইচ্ছায় তার অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়।’

তিনি আরও বলেন, ‘কলেজের জন্যে এমন একটি সম্মান বয়ে আনার জন্যে তাকে অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছি।’

আরও পড়ুন : মাভাবিপ্রবিতে ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মাঈন উদ্দিন আরিফ ও সম্পাদক সাজ্জাদ হোসাইন বাকী-বিল্লাহকে অভিনন্দন ও শুভ কামনা জানান।

উল্লেখ্য যে, ২০১৬ পর এইচ.এম. বাকী-বিল্লাহ কবি নজরুল সরকারি কলেজে ক্যাডেট আন্ডার অফিসার পেলেন। কলেজের শেষ সিইউও ছিলেন রিপন কুমার শর্মা।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড