• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মানারাত ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  এমআইইউ প্রতিনিধি

২০ জানুয়ারি ২০২০, ২২:০১
মানারাত
বক্তব্য রাখছেন অতিথি (ছবি : দৈনিক অধিকার)

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) স্প্রিং সেমিস্টার-২০২০ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের কর্ডোভা হলে এ ওরিয়েন্টেশন হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হাফিজুল ইসলাম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন অধ্যাপক এম. হারুন-অর-রশিদ, রেজিস্ট্রার মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, নবীন শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সমন্বয়কের দায়িত্ব পালন করেন সেন্টার ফর জেনারেল এডুকেশনের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ। কর্মশালায় ‘বি এ গ্লোবাল সিটিজেন, লিসেনিং স্কিলস, লাইফ ম্যানেজমেন্ট এবং টুয়েন্টি ফার্স্ট সেন্সুরিস স্কিলস’ শীর্ষক আলোচনায় ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্স অ্যাকাডেমির ডিরেক্টর অব রিসার্চ ড. মো. মিজানুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. মাহবুব-উল-আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও পিএইচডি গবেষক মো. মাহবুব আলম এবং মো. আবদুল্লাহ আল-মাহমুদ প্রমুখ অংশ নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কন্ট্রোলার অব অ্যাক্সামিনিশন্স, পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত পরিচালক এ. এইচ. এম. আবু সায়ীদ, ডিরেক্টর অব আইটি মুহাম্মদ আবদুল লতিফ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান, পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্সের উপপরিচালক আবদুল মতিন প্রমুখ।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড