• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা কলেজে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

  ডিসি প্রতিনিধি

১৯ জানুয়ারি ২০২০, ১৯:৫৫
বিজ্ঞান উৎসব
বিজ্ঞান উৎসবে শিক্ষার্থীরা ( ছবি : দৈনিক অধিকার)

রাজধানীর ১২০টি স্কুল-কলেজের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ঢাকা কলেজে হয়ে গেল জাতীয় বিজ্ঞান উৎসব। রবিবার (১৯ জানুয়ারি) এ উৎসব অনুষ্ঠিত হয়।

ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাব ৭ম বারের মতো এই উৎসবের আয়োজক হিসেবে ছিল। এতে রোবট প্রদর্শনী, প্রকল্প প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতাসহ গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, ইনফরমেটিক্স, অ্যাস্ট্রোনমি বিষয়ক অলিম্পিয়াডে অংশ নেয় শিক্ষার্থীরা।

এই বিজ্ঞান উৎসব উপলক্ষে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের আনাগোনায় পুরো কলেজ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। ক্ষুদে বিজ্ঞানীদের নানা প্রজেক্ট, পরিকল্পনা যেন আগাম জানান দিচ্ছে বিজ্ঞানমনস্ক এক উজ্জ্বল আগামীর।

ঢাকা কলেজের শহীদ আ.ন.ম নজীবউদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এই উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

এ উৎসবের সমাপণী পর্বে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান, বিশেষ অতিথি হিসেবে উপাধ্যক্ষ অধ্যাপক এ টি এম মঈনুল হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস শিকদার, পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সগীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ড. মোবারক আহমদ খান বলেন, ‘বাংলাদেশকে আমরা সবাই বলি কবির দেশ, গানের দেশ, ভাটিয়ালি দেশ, কেউ বলে না বাংলাদেশ বিজ্ঞানীদের দেশ। আজকে আমি একটা স্লোগান সবাইকে বলে দিচ্ছি, সেটা হলো বাংলাদেশ বিজ্ঞানীর দেশ।’

আরও পড়ুন : র‌্যাগিং করলে ছাত্রত্ব বাতিল : রাবি প্রক্টর

অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘আগামীর বাংলাদেশকে একটি বিজ্ঞানমনস্ক জাতিতে পরিণত করতে ঢাকা কলেজ পরিবারের চেষ্টা অব্যাহত রয়েছে। শুধুমাত্র ঢাকা কলেজে নয় বরং দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানের যথাযথ শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মের মনে বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনার প্রতিফলন ঘটাতে হবে।’ আগামীতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করতে ঢাকা কলেজ সর্বদা তৎপর থাকবে বলেও জানান তিনি।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড