• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

  পবিপ্রবি প্রতিনিধি

০৮ জানুয়ারি ২০২০, ২০:২৯
পবিপ্রবি
নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন (ছবি : সংগৃহীত)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য। পরে প্রজেক্টরে প্রদর্শনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক বদিউজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের দেশ সেবার কাজে লাগাতে আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আ.ক.ম মোস্তফা জামানসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড