• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চায় কবি নজরুলের শিক্ষার্থীরা

  কেএনজিসি প্রতিনিধি

০৭ জানুয়ারি ২০২০, ২১:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণ ঘটনার প্রতিবাদে ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িত মানুষরূপী পশুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার করা হবে বলে আমরা আশা করি।’

অধ্যক্ষ আরও বলেন, ‘কলেজে ছাত্রীদের নিরাপত্তার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। যার প্রধান একজন শিক্ষিকা। কলেজের কোনো ছাত্রী যদি কোনো ছাত্রনেতা, শিক্ষক-শিক্ষার্থী দ্বারা কোনো রকম কোনো হয়রানির শিকার হয় তাহলে অবশ্যই অভিযোগ করবে। কমিটি এর বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে।’

আরও পড়ুন : ‘নিজেদের আত্মরক্ষার প্রস্তুতি নিতে হবে’

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘রাস্তা থেকে তুলে নিয়ে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আমরা উদ্বিগ্ন। এই ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতার করাসহ যথাযথ শাস্তির লক্ষ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

এ সময় কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড