• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজিসিটিইউবি পরিদর্শনে খড়াবষু ইউনিভার্সিটির প্রতিনিধি দল

  বিজিসিটিইউবি প্রতিনিধি

০৬ জানুয়ারি ২০২০, ১৮:৪২
বিজিসিটিইউবি
বিজিসিটিইউবি সঙ্গে খড়াবষু লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দলের সাক্ষাৎ (ছবি : সংগৃহীত)

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (বিজিসিটিইউবি) ক্যাম্পাস পরিদর্শন করেছেন পাঞ্জাবের খড়াবষু লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল।

সোমবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এ পরিদর্শন করেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের অ্যাসিসটেন্ট ডিরেক্টর নীতেশ মহাজন। পরিদর্শনকালে উভয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (বিজিসিটিইউবি) উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে খড়াবষু লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দলকে স্মারক উপহার প্রদান করেন।

ক্যাম্পাস পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের কোষাধ্যক্ষ অধ্যাপক আ. ন. ম. ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. নারায়ণ বৈদ্য, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ. এফ. এম. আখতারুজ্জামান কায়সার, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল আবছার, আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আক্তার, তানভীরুল ইসলাম মাহিম ও ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার।

ওডি/এসএমএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড