• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইবি অধ্যাপকের ওপর হামলা, আটক ১

  ইবি প্রতিনিধি

০৬ জানুয়ারি ২০২০, ১৭:৫১
ইসলামী বিশ্ববিদ্যালয়
অধ্যাপকের ওপর হামলাকারী (ছবি : সংগৃহীত)

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের এক অধ্যাপক হামলার শিকার হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিভাগের নিজ কক্ষে তিনি এ হামলার শিকার হন। ওই শিক্ষকের নাম ড. মো. জাহাঙ্গীর আলম। হামলাকারী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, ‘আলমগীর নামের ঐ ব্যক্তি স্যারের সঙ্গে কথা বলছিল। এক পর্যায়ে সে উত্তেজিত হয়ে স্যারকে আজে বাজে কথা বলতে থাকে এবং মারধর শুরু করে। এরপর সে রুম থেকে পালাতে চাইলে আমরা তাকে আটক করি এবং প্রক্টর স্যারের মাধ্যমে থানায় সোপর্দ করি।’

এ দিকে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিভাগীয় শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষক লাঞ্ছনার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন ও ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধের দাবি জানান।

এ সময় প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, ‘শিক্ষার্থীদের সহযোগিতায় তাকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। বিভাগীয় সভাপতি সহ জাহাঙ্গীর স্যার থানায় এজাহারের জন্য গেছেন। অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্ত সম্বলিত চিঠি পাঠালে আমরা এ বিষয়ে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করব।’

ইবি থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি থানায় আটক আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলেই এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

ওডি/এসএমএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড