• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বর্ণাঢ্য আয়োজনে ববিতে বিজয় দিবস উদযাপিত

  ববি প্রতিনিধি

১৬ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৯
বরিশাল বিশ্ববিদ্যালয়
স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ (ছবি : সংগৃহীত)

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিজয় দিবস-২০১৯ উদযাপন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের উপস্থিতিতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে উপাচার্যের নেতৃত্বে এক বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ১ নম্বর প্রশাসন ভবনের সামনে থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন।

এ সময় উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, ‘আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করি, যারা দেশের জন্য প্রাণপণ লড়াই করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক জাতি গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবো।’

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর স্মরণে একটি ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ তৈরি করবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

এছাড়াও বিজয় দিবস উপলক্ষে বিকালে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড