• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

রংপুর মেডিকেলে মহান বিজয় দিবস পালিত

  রমেক প্রতিনিধি

১৬ ডিসেম্বর ২০১৯, ১৫:২৩
বিজয় শোভাযাত্রা
রমেকে অনুষ্ঠিত বিজয় শোভাযাত্রা (ছবি : দৈনিক অধিকার)

রংপুর মেডিকেল কলেজে (রমেক) সকাল ৭টা ২০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কার্যক্রমের শুভ সূচনা করা হয়। পতাকা উত্তোলন করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুন্নবী লাইজু।

এরপর এক এক করে রংপুর মেডিকেল কলেজ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), বিএমএ সেন্ট্রাল কাউন্সিলর, ডেন্টাল ইউনিট রমেক, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারী, রমেক পরিচালক-চিকিৎসক, সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ, সন্ধানী রমেক ইউনিট, রংপুর নার্সিং কলেজ, পাবলিক স্কুল রংপুর মেডিকেল কলেজ, মেডিসিন ক্লাব রমেক ইউনিটসহ হাসপাতাল সংশ্লিষ্ট সকল শ্রেণির কর্মকর্তা কর্মচারীবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু বলেন, ‘আজ বাঙালি জাতির গৌরবের দিন। যার জন্ম না হলে কখনো বাংলাদেশ নামক আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্ম হতো না, প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই দেশপ্রেমী নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ৭১-এর রাজাকারদের বিষদাত ভেঙে দিতে হবে। সেই সঙ্গে জীবিত মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমাদের এক হয়ে দেশের তরে কাজ করে যেতে হবে।’ এরপর সবার অংশগ্রহণের মাধ্যমে হাসপাতাল প্রাঙ্গণে বিজয় র‍্যালি বের করা হয়।

বিজয় দিবস সম্পর্কে জানতে চাইলে রংপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী মো. মিলন সরকার বলেন, ‘১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে অর্জিত হয়েছিল বাংলার স্বাধীনতা। আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার সুদৃঢ় নেতৃত্বে বাংলার আকাশে উদিত হয়েছিল বিজয়ের রক্তিম সূর্য।’

রমেকে শেষ বর্ষের আরেক শিক্ষার্থী তানসু সিলার খান দিঠি বলেন, ‘বিজয় দিবস একটি বিশেষ দিন হয়ে থাকলেই হবেনা। বিজয় দিবসের আর্দশকে যদি আমরা ব্যক্তি জীবনে ধারণ করি তবেই ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ মর্যাদা পাবে।’

সকাল সাড়ে ৯টায় রমেক শাখার বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- রমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজুর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন- ডা. সৈয়দ মামুনুর রহমান, ডা. মনিরুজ্জামান রিংকু, ডা. এস এম নুরুন্নবী, ডা. মো. আব্দুল ওহাব, ডা. মাজেদুল ইসলাম লিটু, ডা. মোস্তাফিজুর রহমান পাভেল, ডা. মো. কামরুল এইচ আপেলসহ অনেকে।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড