• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজয়ের উপলক্ষে তিতুমীর কলেজে প্রীতি ফুটবল ম্যাচ

  জিটিসি প্রতিনিধি

১৬ ডিসেম্বর ২০১৯, ১১:৫৬
তিতুমীর সরকারি কলেজ
প্রীতি ফুটবল ম্যাচ (ছবি : সংগৃহীত)

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ৩ টার দিকে কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ মো. আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোসাম্মৎ আবেদা সুলতানা ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মালেকা আক্তার বানু।

তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে তিতুমীর কলেজ একাদশ ও আঁখি ছাত্রাবাস খেলায় অংশগ্রহণ করে। পুরো সময় দুই পক্ষের হাড্ডাহাড্ডি লড়াই চলে। খেলার প্রথমার্ধে ২০ মিনিটের মাথায় গোল করেন তিতুমীর কলেজ একাদশের খেলোয়াড় রিয়াজ। এরপর আর কোনো পক্ষই গোল করতে পারে নি। ফলে ১-০ গোলের জয়ে মাঠ ছাড়ে তিতুমীর কলেজ একাদশ।

খেলা শেষে বিজয়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মালেকা আক্তার বানু।

তিনি বলেন, আজকে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা সুন্দর একটি খেলা উপভোগ করতে পেরেছি। আমাদের তিতুমীর কলেজে এখনও অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে যারা ভবিষ্যতে জাতীয় দলে খেলার সুযোগ পাবে বলে আশা করছি। সবার প্রতি শুভ কামনা রইলো।’

শুভেচ্ছা বক্তব্যে তিতুমীর কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোসাম্মৎ আবেদা সুলতানা বলেন, ‘আমরা আজ খুবই গর্বিত। আমাদের তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এত ভালো ফুটবল খেলতে পারে আগে কখনও জানতাম না, তবে আজকে তা দেখে উপলব্ধি করতে পারলাম। সকলের জন্যই দোয়া থাকবে যেন তোমরা আগামীতে আরও ভালো খেলা উপহার দিতে পারো।’

প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আশরাফ হোসেন বলেন, ‘আমিও ব্যক্তি জীবনে একজন ভালো খেলোয়াড় ছিলাম, বাংলাদেশের ইতিহাসে ফুটবল খেলা একটি জনপ্রিয় খেলা। যা সরাসরি দর্শকরা উপভোগ করতে পারে। আমাদের কলেজের শিক্ষার্থীরাও কোনোটা তে পিছিয়ে নেই। তারা ক্যারিয়ার গড়ার পাশাপাশি খেলাধুলায় অনেকাংশে এগিয়ে আছে। তবে, আমি বিশ্বাস করি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেকে অনেকেই জাতীয় দলে খেলার সুযোগ পাবে। আমি তোমাদের খেলায় মুগ্ধ।’

খেলার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আশরাফ হোসেন ও উপাধ্যক্ষ অধ্যাপক ড. আবেদা সুলতানা।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড