• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

শহীদ বুদ্ধিজীবী দিবসে ববি উপাচার্য

‘বুদ্ধিজীবীদের ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল’

  ববি প্রতিনিধি

১৪ ডিসেম্বর ২০১৯, ১৬:৩১
বরিশাল বিশ্ববিদ্যালয়
কেন্দ্রীয় শহীদ মিনারে ববি উপাচার্যের পুষ্পস্তবক অর্পণ (ছবি : দৈনিক অধিকার)

স্বাধীনতা যুদ্ধে বুদ্ধিজীবীদের ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

তিনি বলেন, ‘বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এবং দেশকে মেধা শূন্য করতে স্বাধীনতা যুদ্ধে বুদ্ধিজীবীদের ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল। এই হীন ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সেই জায়গা থেকে সচেতন হয়ে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগী হবে।’

শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

এর আগে দিবসটি উপলক্ষে সকাল ৯টায় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলার রোড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষ হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, কর্মকর্তা কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড