• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘রাজাকারকে শহীদ বলা জঘন্য আস্ফালন’

  ক্যাম্পাস ডেস্ক

১৪ ডিসেম্বর ২০১৯, ১১:৩৭
ঢাবি
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন (ছবি : সম্পাদিত)

রাজাকারকে শহীদ বলা জঘন্য আস্ফালন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি জানান, ‘আমরা একটা পত্রিকায় দেখলাম একজন চিহ্নিত রাজাকারকে শহীদ বলা হয়েছে। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এই রাজাকারকে শহীদ বলা জঘন্য আস্ফালন।’

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এসব তথ্য জানান ঢাবি উপাচার্য।

এর আগে সকাল ৭টা ১মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর পরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান (ঢাবি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান।

তিনি জানান, ‘আলবদর ও রাজাকারদের বিচার হয়েছে। বিচারের রায়ে অনেক রাজাকারের ফাঁসি হয়েছে। এসব রাজাকারকে শহীদ আখ্যায়িত করা জঘন্য অপরাধ। সামনে যেন এ ধরনের অপরাধ করার সাহস না পায় কেউ।’

উপাচার্য জানান, ‘আমাদের তরুণ সমাজ জেগেছে। এ ধরনের জঘন্য আস্ফালন তারা মানেনি। এটাই দৃষ্টান্ত হয়ে থাকবে। রাজাকারকে শহীদ বলা তরুণ সমাজ মানবে না, এটাই আমাদের আশার জায়গা।’

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড