• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুবির তৃতীয় চক্ষু কুবিসাস

  আহমেদ ইউসুফ, কুবি প্রতিনি

০৬ ডিসেম্বর ২০১৯, ১৮:০৮
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ছবি : সম্পাদিত)

সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা মুখের বুলিতে সেটা যতটা সহজ মনে হয় কর্মে তা প্রতিষ্ঠা করা ঠিক ততটাই কঠিন। কর্ম যেখানে নিষ্ঠা হবে পৃথিবী সেখানে সুন্দর হবে অবলীলায়। কিন্তু পৃথিবীর প্রতিটি প্রান্তে যেখানে অসামঞ্জস্যতা ভর করে আছে, অবিচারের আহাজারি প্রতিটি স্পন্দনে কানে বাজে, অসামাজিকতার বিলাপ সুস্পষ্ট হয়ে ওঠে প্রতিটি ভোরে! সেখানে ন্যায়ের কথা এবং নীতির পথ আওড়ানো সত্যিই কঠিন।

তবুও পথের প্রান্তে নিয়ন আলোর দেখা মেলে। নির্ভীক সৈনিকদের প্রবল সৃষ্টি সেই আলো ফুটিয়ে তোলে সমাজের প্রতিটি স্তরকে। যারা সত্যকে বলতে জানে। মিথ্যার উপরে চড়ে বসে। তীব্র প্রলয়ের মুখে তাদের দেখা মেলে নিষ্ঠার ঝাণ্ডা নিয়ে পথ দেখাতে। তারা এই সমাজকে পথ দেখাতে চায়। এই রাষ্ট্রের তৃতীয় চক্ষু হয়ে হায়েনার থাবা থেকে এই জনপদকে রক্ষা করতে চায়। তারাই সাংবাদিক। তারা এদেশের প্রেমিক। এদেশকে ভালোবাসার দায়ে কুকীর্তিকারীদের চোখে আবার তারাই হয়ে উঠে রক্তচক্ষুর শূল। এই সমাজ তাদের বহুনামেও ডাকে। বিদ্রূপের স্বরে কটুকাব্য শুনতে হয় এসব অবকাশহীন দেশ প্রেমিকদের।

তেমনি একটি ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে দীর্ঘ ছয়টি বছর নানা বাধা ও প্রতিকূলতাকে কাটিয়ে এই সংগঠনটি সপ্তম বছরে পদার্পণ করেছে আজ। প্রতিষ্ঠালগ্ন থেকেই কর্মরত সাংবাদিকরা নানা হুমকি ধমকির শিকার হয়েছেন। কখনও প্রশাসন থেকে কখনও বা ক্ষমতাসীন রাজনৈতিক সংগঠনের থেকে। কিন্ত তবুও আজ এই সময়ে সংগঠনটি সুপ্রতিষ্ঠিত। ক্রান্তিকাল পার করে আজ এই সংগঠনটি মাথা উঁচু করে ঠায় দাড়িয়ে। বর্তমানে এই সমিতিতে প্রায় অর্ধশতাধিক সংবাদ কর্মী দেশের শীর্ষস্থানীয় অনলাইন, প্রিন্ট, মিডিয়ায় কাজ করছে।

একটি লক্ষ্য, একটি স্বপ্ন এই সংগঠনের কর্মীদের। সুন্দর শিক্ষাঙ্গন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ, নিরাপদ পরিবেষ্টনী গড়ে তোলার জন্য আপ্রাণ কাজ করে যাচ্ছে সাংবাদিক সমিতির প্রতিটি কর্মী। উন্নত দেশ গড়াই যাদের কলমের মূল পঙক্তি।

প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে কথা বলতে গেলে সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আহসান হাবিব বলেন, ‘অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার থেকে সত্য প্রকাশ এবং কল্যাণ ও ইতিবাচকতাকে সবার মাঝে বলিষ্ঠভাবে ছড়িয়ে দেওয়ার নিরন্তর কর্মযজ্ঞকে সংঘবদ্ধ ও প্রাতিষ্ঠানিক রূপ দিতেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ ঘটেছিল। ন্যায়ের পথে অবিচল এ সন্তানতুল্য সংগঠনের আজকের পরিব্যাপ্তি আমার মনোজগতে অসামান্য আনন্দের আলোড়ন জাগায়। প্রিয় পরিবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল আলোকবাহীকে হৃদয়ের সবটুকু মমতা মাখা অবারিত ভালোবাসা ও শুভ কামনা জানাই।’

সমিতির বর্তমান সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) নামটির সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্য যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। নানা বাঁধা আর সংকট কাটিয়ে গৌরবের সঙ্গে ছয়টি বছর অতিক্রম করে আজ ৭ম বছরে পদার্পণ করেছে। যদিও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই সাংবাদিক সমিতি কাজ করে যাচ্ছে। সাংবাদিক সমিতি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় ২০১৩ সালের ৬ ডিসেম্বর। সাংবাদিক সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দেশ, জাতি তথা সারা বিশ্বের দরবারে তুলে ধরতে কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, সংকটে অতন্দ্র প্রহরীর ন্যায় দাঁড়িয়েছে সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে। এমনকি জীবনের ঝুঁকি নিয়েও সংবাদ পরিবেশন করে বিভিন্ন সময়ে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা তথা বিশ্ববিদ্যালয় পরিবারের পাশে দাঁড়িয়েছে সমিতির সদস্যরা। এর জন্য কেও কেও নানা বিপদেরও সম্মুখীন হয়েছে। কিন্তু সত্যকে ধারণ করে চলা সমিতিকে দাবিয়ে রাখতে পারেনি কোন রক্তচক্ষু।’

তিনি আরও বলেন, ‘সত্য ও ন্যায়ের পথে অবিচল এই মূলমন্ত্রকে ধারণ ও কাজের মাধ্যমে প্রতিফলন ঘটিয়ে বিশ্ববিদ্যালয় পরিবারের তথা পুরো দেশবাসীর কাছে এক আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। আমরা চাই আপনারা আপনাদের যুক্তি ও পরামর্শ দিয়ে সাংবাদিক সমিতির সমালোচনা করুন এবং ছোট ছোট ভুলগুলোকে শোধরাতে সহযোগিতা করুন। আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমাদের সম্বল। প্রতিষ্ঠাবার্ষিকীতে সমিতির সকল শুভাকাঙ্ক্ষী ও এর সঙ্গে জড়িত প্রতিটি মানুষের কাছে উদাত্ত আহ্বান থাকবে সবসময় পাশে থাকুন এবং সমিতির প্রতিটি কাজ আরও গতিশীল করতে সহযোগিতা করুন।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড