• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চবিতে শিক্ষার্থীদের সুবিধায় রাতে বাস সার্ভিস চালু

  চবি প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০১৯, ০৮:১৮
চবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাস (ছবি : সংগৃহীত)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীর জন্য রয়েছে শাটল ট্রেন। রাত সাড়ে আটটায় সর্বশেষ ট্রেন নগরীর বটতলী স্টেশন থেকে ক্যাম্পাসে আসে। ক্যাম্পাস থেকে টিউশনের জন্য অনেক শিক্ষার্থী শহরে যান। কেউ ট্রেন মিস করে ফেললে পড়েন বিপত্তিতে। তখন অনেকে শিক্ষক বাসে করে আসেন। এতে অনেক শিক্ষক বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখেন না, আবার অনেক শিক্ষার্থীও বিব্রতবোধ করেন।

অনেকদিন থেকে শিক্ষার্থীদের দাবি ছিল রাত্রিকালীন বাসের ব্যবস্থা করা। এবার সেই উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী চার অথবা পাঁচদিনের মধ্যে চবিতে সেই সার্ভিস চালু হবে। যা ইতোমধ্যে অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দৈনিক অধিকারকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এস. এম মনিরুল ইসলাম।

তিনি বলেন, ‘যে সকল শিক্ষার্থী রাতের ট্রেন মিস করেন তাদের সুবিধার্থেই এই সার্ভিস শিগগিরই চালু হচ্ছে। সঠিক সময় এবং স্থান এখনই বলা যাচ্ছে না। তবে বটতলী স্টেশন থেকে রাত ৯টায় ছেড়ে যাওয়ার সম্ভাব্য স্থান এবং সময় ভাবা হচ্ছে।’

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড