• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চবি ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ

  চবি প্রতিনিধি

০৩ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৬
নিয়াজ আবেদীন পাঠান
অভিযুক্ত ছাত্রলীগ কর্মী নিয়াজ আবেদীন পাঠান (ছবি : সংগৃহীত)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ উঠেছে নিয়াজ আবেদীন পাঠান নামের ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের উপপক্ষ একাকারের কর্মী বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ‘গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্টেশন সংলগ্ন একটি খাবারের দোকানে আমি বন্ধু বান্ধবসহ প্রবেশ করছিলাম। সে সময় আমাকে বেশ বাজেভাবে কটূক্তি করে। আমি এর প্রতিবাদ করলে তিনি আমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। যা আমার জন্য খুবই অপমানজনক ছিল। অতএব আকুল আবেদন এই যে, উক্ত ব্যক্তির অপরাধ বিবেচনা করে তার বিরুদ্ধে আইনত পদক্ষেপ নিয়ে আমাকে বাধিত করবেন।’

তবে অভিযুক্ত নিয়াজ বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে আমি কিছুই জানি না। অভিযোগকারী এই ব্যক্তিকেও আমি চিনি না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর এস.এম. মনিরুল হাসান দৈনিক অধিকারকে বলেন, ‘আমি এ রকম একটি অভিযোগপত্র পেয়েছি। অভিযোগপত্রটি আমাদের যৌন নির্যাতন বিরোধী সেলে পাঠিয়ে দেব। তারা সেটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে।’

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড