• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্ববিদ্যালয় বাসে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে হেলপার আটক

  জাককানইবি প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০১৯, ১২:২৬
জাককানইবি
অভিযুক্ত হেলপার মো. মুজিবুর (ছবি : সম্পাদিত)

ধর্ষণ চেষ্টার অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ভাড়ায় চালিত বাসের এক হেলপারকে আটক করা হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাড়ায় চালিত বাসের হেলপার মো. মুজিবুর (৪০) ধর্ষণের উদ্দেশ্যে এক শিশুকে (৭) ফাঁকা বাসে নিয়ে যায়। এ সময় এক শিক্ষার্থী বাসে উঠলে ফাঁকা বাসে হেলপার মুজিবুরকে আপত্তিকর অবস্থায় দেখে। তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, মজিবুর ত্রিশাল উপজেলার দরিরামপুর এলাকার আব্দুল মালেকের ছেলে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান জানান, ‘ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্তকে প্রাথমিকভাবে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। শিশুর পরিবারের সঙ্গে আলোচনা করে শিশু নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। তার পরিবারকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহায়তা প্রদান করবে।’

এ দিকে শিশু নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড