• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজিসিটিইউবিতে আন্তঃবিভাগীয় প্রোগ্রামিং কনটেস্ট সম্পন্ন

  বিজিসিটিইউবি প্রতিনিধি

২২ নভেম্বর ২০১৯, ১৯:৩১
আন্তঃবিভাগীয় প্রোগ্রামিং কনটেস্ট
অতিথিদের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা (ছবি : সংগৃহীত)

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (বিজিসিটিইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কোডিং ক্লাব এবং এলাইড কম্পিউটার স্ট্রিমের (এসিএস) উদ্যোগে আন্তঃবিভাগীয় প্রোগ্রামিং কনটেস্ট-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক নুরুল আবছারের সভাপতিত্বে প্রোগ্রামিং কনটেস্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক আ. ন. ম. ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. নারায়ণ বৈদ্য, রেজিস্ট্রার আ. ফ. ম. আখতারুজ্জামান কায়সার, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সালাহ উদ্দীন চৌধুরী, সহকারী অধ্যাপক মঞ্জরুল আলম, সহকারী অধ্যাপক শামসুন নাহার সোমা, প্রভাষক শুভাশিস ঘোষ, কোডিং ক্লাবের মেম্বার সেক্রেটারি প্রভাষক মুহাম্মদ আবদুল ওয়াহাব, মুনমুন বিশ্বাস, নাজমুন নাহার এবং আবির মাহমুদ।

প্রোগ্রামিং কনটেস্টে বক্তারা বলেন, ‘বর্তমান বিশ্বে প্রযুক্তির এই উন্নতি প্রোগ্রামারদের অবদান, কারণ প্রযুক্তি বিশ্বের কম্পিউটার প্রোগ্রামের কোডিং ও ল্যাংগুয়েজসমূহ যথাযথ প্রয়োগ করতে পারেন একজন দক্ষ প্রোগ্রামার।’ উক্ত কনটেস্ট আয়োজন করায় বক্তারা বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

প্রোগ্রামটির সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী মো. পারভেজ । প্রোগ্রামিং কনটেস্টে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে বিজিসি ইনক্রেডিবল ১ম স্থান অর্জন করে, বিজিসি এন্ড্রোমেডা ২য় স্থান অর্জন করে এবং বিজিসি কোড খাতা ৩য় স্থান অর্জন করে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড