• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চীয়াংশী ইউনিভার্সিটিতে গ্রামীণ ব্যাংক নিয়ে সেমিনার

  জেইউএফই প্রতিনিধি, চীন

২১ নভেম্বর ২০১৯, ০১:০২
চীয়াংশী ইউনিভার্সিটি অব ফিন্যান্স অ্যান্ড ইকোনোমিকস
গ্রামীণ ব্যাংক শীর্ষক সেমিনারে অংশগ্রহণকারীরা (ছবি : সংগৃহীত)

চীনের চীয়াংশী প্রদেশের নানছাং শহরে অবস্থিত চীয়াংশী ইউনিভার্সিটি অব ফিন্যান্স অ্যান্ড ইকোনোমিকস বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি নোবেল বিজয়ী, ব্যাংকার, অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় স্কুল অফ হিউম্যানিটিস ও রিসার্চ সেন্টার অফ সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্টের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক হল রুমে ‘দ্য ইন্ট্রোডাকশন অব গ্রামীণ ব্যাংক’ শিরোনামে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

গ্রামীণ চায়নার প্রজেক্ট ম্যানেজার চিং লি এর সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীণ চায়নাতে কর্মরত ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ বাবর আলী।

মোহাম্মদ বাবর আলী সেমিনারে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ চায়নার সার্বিক কার্যক্রম শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। বর্তমানে চায়নাতে গ্রামীণ চায়নার ১০টি প্রজেক্ট চলমান রয়েছে। সেমিনারে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে গ্রামীণ ব্যাংক সম্পর্কে জানার চেষ্টা করেন।

অনুষ্ঠিত সেমিনারে চীয়াংশী ইউনিভার্সিটি অফ ফিন্যান্স অ্যান্ড ইকোনোমিকস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চাইনিজ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড