• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

চবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরকারী রিফাত বহিষ্কার

  চবি প্রতিনিধি

২০ নভেম্বর ২০১৯, ১৬:৫২
চবি
মারধরকারী রিফাত ও আহত শিক্ষার্থী শুক্কুর (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের অভিযোগে মোরশেদুল আলম রিফাতকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২০ নভেম্বর) দৈনিক অধিকারকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস.এম. মনিরুল ইসলাম।

জানা গেছে, বহিষ্কৃত শিক্ষার্থী মোরশেদুল আলম রিফাত বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগের উপপক্ষ বিজয়ের কর্মী। মারধরের শিকার শুক্কুর আলম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৬-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, উপাচার্য নিজ ক্ষমতাবলে মারধরের ঘটনায় অভিযুক্ত রিফাতকে এক বছরের জন্য বহিষ্কার করেছেন। গত ১৪ নভেম্বর থেকে এ বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর রাতে গায়ে কনুই লাগায় শুক্কুর আলমের সাথে তর্কে জড়ান রিফাত। এক পর্যায়ে দৃষ্টি প্রতিবন্ধী ওই শিক্ষার্থীর গায়ে হাত তোলেন ছাত্রলীগের এই কর্মী এবং তিনি তার চোখে আঘাত করেন।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড