• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাঁচ দফা দাবিতে কুবির প্রত্নতত্ত্ব বিভাগের আন্দোলন

  কুবি প্রতিনিধি

১৮ নভেম্বর ২০১৯, ১৪:৩০
কুবি
আন্দোলরত শিক্ষার্থীরা (ছবি : সংগৃহীত)

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সেশনজট নিরসন, অ্যাকাডেমিক ক্যালেন্ডার চালুসহ পাঁচ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা।

প্রশাসনিক ভবনের সামনে সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু করে সাড়ে ১০টা পর্যন্ত আন্দোলন করেন তারা। এ সময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মাসুদা কামাল, প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা এসে শিক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করেন। কিন্তু তারা ব্যর্থ হলে পরে সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেছেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

তাদের পাঁচ দফা দাবিসমূহ হলো- সেশনজট নিরসনের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাচগুলোর চূড়ান্ত পরীক্ষা নিতে হবে, ব্যাচভিত্তিক শিফট করে ক্লাস রুটিন প্রণয়ন করতে হবে, নির্দিষ্ট অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করতে হবে, ২৫ নভেম্বরের মধ্যে আর্ট অ্যান্ড হ্যারিটেজ সোসাইটির পূর্ণাঙ্গ কমিটির নির্বাচন এবং দায়িত্ব হস্তান্তর করতে হবে, প্রতি জোড় সেমিস্টার পরবর্তী এক মাসের মধ্যে ফিল্ড ওর্য়াক ও ভাইবা শেষ করতে হবে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড