• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

রমেকে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  রমেক প্রতিনিধি

১৬ নভেম্বর ২০১৯, ২২:১২
আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট
খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও ট্রফি তুলে দিচ্ছেন অতিথিরা (ছবি : দৈনিক অধিকার)

রংপুর মেডিকেল কলেজে (রমেক) আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) কলেজের হোস্টেল মাঠে এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনালে পুরো ৫০ মিনিট ধরে লুমিনাস ৪৫ ও ডিলিজেন্ট ৪৬ ব্যাচের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। ম্যাচের দ্বিতীয়ার্ধে জয়সূচক একমাত্র গোলটি করেন ৪৬ ব্যাচের সৌভিক এবং এই ১ গোলের ব্যবধানে ৪৬ ব্যাচ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও ট্রফি তুলে দিয়ে অধ্যাপক ডা. মাহফুজুর রহমান। এ সময় তিনি বলেন, ‘খেলাধুলা আমাদের সুঠাম ও সুস্থ শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের ছাত্ররা শুধু লেখাপড়াতেই নয় খেলাধুলাতেও প্রশংসার দাবিদার।’

অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী বলেন, ‘১৩ দিনব্যাপী টুর্নামেন্টে আমাদের কোনো খেলোয়াড়ের ইনজুরি হয়নি, যা প্রশংসার দাবিদার। সামনে ব্যাডমিন্টন, ভলিবল সহ সব টুর্নামেন্টেরই আয়োজন করা হবে।’

হোস্টেল সুপার ডা. মো. মাজেদুল ইসলাম লিটু বলেন, ‘সকল ব্যাচের অংশগ্রহণে আমরা অত্যন্ত সুন্দর সফল একটি টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি। ভবিষ্যতেও এমন টুর্নামেন্টের আয়োজন করা হবে।’

ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাহফুজার রহমান, রমেকহার পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী। তাছাড়া রংপুর মেডিকেল কলেজে অধ্যয়নরত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর রংপুর মেডিকেল কলেজে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. কে এম নুরুন্নবী। ৬টি দলের সমন্বয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। ৬টি দলের মধ্যে আছে- মিড লেভেল ডক্টর, ইন্টার্ন ডক্টর, ৪৫ তম এমবিবিএস, ৪৬ তম এমবিবিএস, ৪৭ তম এমবিবিএস ও ৪৮ তম এমবিবিএস। রংপুর মেডিকেল কলেজের হোস্টেল মাঠে টুর্নামেন্টের সব কয়টি খেলা অনুষ্ঠিত হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড