• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভর্তিচ্ছুদের সেবায় বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতি

  বেরোবি প্রতিনিধি

১৫ নভেম্বর ২০১৯, ০৮:৫২
বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতি
বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতি (ছবি : দৈনিক অধিকার)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অক্লান্ত শ্রম দিয়ে সেবা করে যাচ্ছে বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতি।

গত রবিবার (১০ নভেম্বর) থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর আগে থেকেই শিক্ষার্থীদের জন্য কাজ শুরু করে দেন সমিতির সদস্যরা।

সেবা সম্পর্কে বগুড়া জেলা থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, ‘আমরা এখানে (রংপুর) আসার আগে চিন্তিত ছিলাম। অজানা-অচেনা জায়গায় কোথায় গিয়ে আশ্রয় নেব, কীভাবে কী করব। কিন্তু এখানে এসে আর কিছু ভাবতে হয়নি। আমাদের জেলার ছেলে-মেয়েরা আমাদের যে সেবা দিয়েছে তা খুবই প্রশংসনীয়।’

এ বিষয়ে বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বলেন, ‘আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি। যাতে পরীক্ষার্থী এবং অভিভাবকদের কোনো ধরনের সমস্যা না হয়।’

এ ব্যাপারে সমিতির সভাপতি পাভেল বলেন, ‘আমরা বগুড়া জেলার পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সেবা প্রদান করেছি। কেউ যেন কোনো রকম হয়রানি বা থাকা-খাওয়ার সমস্যায় না ভোগে আমরা সেদিকে সুনজর রেখেছিলাম।’

উল্লেখ্য, এছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও রংপুরের স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন জেলার ছাত্রকল্যাণ সমিতি।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড