• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চবিতে মানোন্নয়নে ভর্তিচ্ছুদের বিষয়ে সিদ্ধান্তহীন কোর কমিটি

  চবি প্রতিনিধি

১১ নভেম্বর ২০১৯, ২১:৪১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীদের চলমান আন্দোলন (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে মানোন্নয়ন দিয়ে মেধাতালিকায় স্থান পাওয়াদের নিয়ে জটিলতায় এখনো কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত দিতে পারেনি কর্তৃপক্ষ।

সোমবার (১১ নভেম্বর) কোর কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হলেও এতে এ ভর্তি জটিলতা নিয়ে কোনো আলোচনাই হয়নি বলে জানা গেছে।

আজকের মিটিংয়ের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার ও কোর কমিটির সদস্য সচিব এসএম আকবর হোছাইন বলেন, ‘ভর্তি পরীক্ষার কোর কমিটির নিয়মিত সভা ছিল এটি। সভায় বাকি কাজ শেষ করে দ্রুত সাবজেক্ট চয়েস দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।’

এ দিকে ভর্তির সুযোগ চেয়ে এখনো আন্দোলনে রয়েছেন ভর্তিচ্ছুরা। একই সঙ্গে সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ভর্তিচ্ছুদের পক্ষে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। সেখানে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগ ও প্রগতিশীল ছাত্র জোটের নেতৃবৃন্দরা।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড