• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

  বেরোবি প্রতিনিধি

১০ নভেম্বর ২০১৯, ১৭:৪৭
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

চলমান ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামীকাল সোমবার (১১ নভেম্বর) অনুষ্ঠেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়া ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী মঙ্গলবার (১২ নভেম্বর) যথা সময়ে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসবে। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের কারণে অনেকেই যথা সময়ে রংপুরে পৌঁছাতে পারবে না। তাই তাদের সুবিধার্থে ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।’

আগামীকালের পরীক্ষার তারিখ পরিবর্তন করায় বেরোবির ভর্তি পরীক্ষাগুলো- ১২ নভেম্বর ‘বি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৩ নভেম্বর ‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) ও ‘এফ’ ইউনিট (জীব ও ভূ-বিজ্ঞান) ও সর্বশেষ ১৪ নভেম্বর ‘ডি’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) ও ইঞ্জিনিয়ারিং অনুষদের (‘ই’ ইউনিট) পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড