• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

পবিপ্রবির স্নাতকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

  পবিপ্রবি প্রতিনিধি

০৭ নভেম্বর ২০১৯, ১৩:০৯
পবিপ্রবি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : দৈনিক অধিকার)

দীর্ঘ প্রতীক্ষার পর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) স্নাতক (সম্মান) শ্রেণিতে ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষার আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (অ.দা) অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে কৃষি বিষয়ক সমন্বিত পরীক্ষা ব্যতীত অন্যান্য অনুষদের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এ বছর সমন্বিত পরীক্ষা ব্যতীত মোট দুইটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ‘এ’ ইউনিটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ৭০টি আসন সংখ্যা ও ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ৬০ আসন সংখ্যা নিয়ে এবং ‘বি’ ইউনিটে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ১০০টি আসন সংখ্যায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর সকাল ১১টায় এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে একই দিনে বিকাল ৩টায়।

বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যোগাযোগ করুন।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড