• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাবিতে লোকপ্রশাসন ফুটবল লীগে চ্যাম্পিয়ন পিএ রয়্যালস

  জাবি প্রতিনিধি

১৭ আগস্ট ২০২৩, ১২:৪২
জাবিতে লোকপ্রশাসন ফুটবল লীগে চ্যাম্পিয়ন পিএ রয়্যালস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগ ফুটবল লীগ-২০২৩ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে টিম টর্নেডোকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পিএ রয়্যালস।

গতকাল বুধবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে ৫১তম আবর্তনের বিশ্বজিৎ ধর রুদ্রের গোলে এগিয়ে যায় পিএ রয়্যালস। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ৫০ তম আবর্তনের আবু হানিফা ফারহান। এতেই ২-০ গোলে টিম টর্নেডোকে হারায় টিম পিএ রয়্যালস।

আসরের ফাইনাল ম্যাচে অনবদ্য নৈপুণ্য দেখিয়ে ম্যান অফ দ্য ফাইনাল নির্বাচিত হন ৫০ তম আবর্তনের শিক্ষার্থী আবু হানিফা ফারহান। এছাড়াও পুরো লিগে সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পেয়েছেন ৪৯তম আবর্তনের সুমন পাল, চোখ ধাঁধানো ফুটবল উপহার দিয়ে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন ৫০ তম আবর্তনের কায়সার মাহমুদ সৈকত এবং সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ৫১তম আবর্তনের রাজিব চন্দ্র কর।

খেলা শেষে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ৪৯ তম আবর্তনের মো. শাহিন রানার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক হরে কৃষ্ণ কুণ্ড, সহযোগী অধ্যাপক মনির উদ্দিন শিকদার, সহকারী অধ্যাপক আবু সাইফ মো. তৌহিদুল আনাম, প্রাক্তন শিক্ষার্থী লেলিন মাহবুব, আমিরুল ইসলাম সুজন প্রমুখ।

প্রসঙ্গত, লোকপ্রশাসন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিবছর লোকপ্রশাসন ফুটবল লীগ অনুষ্ঠিত হয়। বিভাগীয় রীতি অনুযায়ী, স্নাতক (সম্মান) প্রথমবর্ষ থেকে স্নাতকোত্তরের শিক্ষার্থীদের একত্র করে দল গঠন করা হয়।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড