• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাবির নবনির্মিত ছয় আবাসিক হলের নামকরণ

  জাবি প্রতিনিধি

১৪ আগস্ট ২০২৩, ১২:৫৩
জাবির নবনির্মিত ছয় আবাসিক হলের নামকরণ
জাবির নবনির্মিত আবাসিক হল (ছবি : অধিকার)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনির্মিত ছয়টি আবাসিক হলের নামকরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ নামকরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিষয়টি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেছেন, সিন্ডিকেট সভায় নবনির্মিত ছয়টি হল ও একটি স্পোর্টস কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে। মেয়েদের তিনটি হলের (১৭, ১৮ ও ১৯ নম্বর) নাম যথাক্রমে বেগম রোকেয়া হল, ফজিলাতুন্নেসা হল ও বীর প্রতীক তারামন বিবি হল হিসেবে নামকরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ছেলেদের তিনটি হল (২০, ২১, ২২ নম্বর) যথাক্রমে শহীদ তাজউদ্দীন আহমেদ হল, শেখ রাসেল হল ও কাজী নজরুল ইসলাম হল হিসেবে নামকরণ করা হয়েছে। আর স্পোর্টিং কমপ্লেক্সের নাম "শেখ কামাল স্পোর্টস কমপ্লেক্স" রাখা হয়েছে।'

জাবির নবনির্মিত ছয়টি হলের মধ্যে দুইটি হল শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে। বাকিগুলোর কাজ শেষ হলেও জনবল সংকটে এখনো চালু হয়নি।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড