• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

টানা বৃষ্টিতে বন্ধ চুয়েট 

স্থগিত গবেষণা মেলা 

  চুয়েট প্রতিনিধি

১০ আগস্ট ২০২৩, ১০:৫৮
টানা বৃষ্টিতে বন্ধ চুয়েট 

টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সকল একাডেমিক কার্যক্রম দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে। এ বিষয়ে গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত একটি নোটিশ প্রকাশিত হয়। পাশাপাশি গতকাল বৃহস্পতিবার চুয়েটে অনুষ্ঠেয় ১ম জাতীয় গবেষণা মেলাও স্থগিত করা হয়।

গেল কয়েকদিন যাবত টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জলাবদ্ধতার তৈরি হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়। এ কারণে উক্ত চার জেলার অধিকাংশ রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান তলিয়ে যায়। গতকাল এ চার জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান ২ দিন বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এরই প্রেক্ষিতে চুয়েটও ৯ এবং ১০ আগস্ট সকল একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।

এ দিকে গবেষণা মেলা স্থগিতের ব্যাপারে আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. জিএম সাদিকুল ইসলাম বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম যাতে গবেষণা মেলাটি যথাসময়ে করা যায়। এখানে অনেক দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা আসবে। তাদেরকে কষ্টের মধ্যে ফেলতে চাওয়ার ইচ্ছা আমাদের ছিল না। যদিও সরকার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা আসায় আমাদেরকে আপাতত গবেষণা মেলাটি স্থগিত করতে হয়েছে।

তিনি আরও জানান, আয়োজক কমিটির বৈঠকের মাধ্যমে খুব শীঘ্রই মেলাটি আয়োজনে নতুন তারিখ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, উক্ত গবেষণা মেলায় পোস্টার প্রদর্শনী এবং প্রোজেক্ট প্রদর্শনী এ দুই বিভাগে সারাদেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের ১৭৬টি দল অংশগ্রহণ করবে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড