মো. আশিকুর রহমান, গবি প্রতিনিধি
দেশের করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারী করানো হয়েছে। এতে স্কুল-কলেজ বন্ধ রাখার কথা বললেও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নিজ নিজ প্রতিষ্ঠান অনুরূপ ব্যবস্থার কথা বলা হয়েছে। এক্ষেত্রে গণবিশ্ববিদ্যালয় কি সিদ্ধান্ত নিবে তা জানা যাবে আগামীকাল।
শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে গণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক ফোনালাপে বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দেলওয়ার হোসেন বলেন, উপ-উপাচার্য মহোদয় আছে উনার সাথে আলাপ করে আমরা দ্রুতই সিদ্ধান্ত জানাব।
রেজিস্টার এস তাসাদ্দেক আহমেদ বলেন, আমরা সবাই একসাথে বসে আলোচনা না করে সিদ্ধান্ত দিতে পারিনা। আগামীকাল শনিবার পরবর্তী করণীয় ঠিক করতে আমরা সবাই বসবো। তারপর সিদ্ধান্ত জানাতে পারবো।
এদিকে, করোনা এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠান বন্ধ রাখার মত প্রকাশ করেছে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সম্পর্কে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী বলেন, আমরা আপাতত কিছুদিন বন্ধ চাই। চারদিকে যে অবস্থা তাতে এটাই ঠিক হবে বলে মনে করছি।
ওডি/এসএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড