আহমেদ ইউসুফ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ফের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে মো. তারেক (২৫) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সম্প্রসারিত অংশের কাজ করার সময় এ ঘটনা ঘটে। আহত শ্রমিকের বাড়ি রাজশাহী জেলার তানুন গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু হলের ৫ম তলায় গাঁথুনি দেয়ার কাজ করছিলেন তারেক। গাঁথুনি দেওয়া শেষ হলে তিনি মাচায় উঠে ঝাড়– দিতে গেলে নতুন ইটগুলো তার ওপর ঝরে পড়ে। এ সময় তিনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে চারতলা থেকে নিচে পড়ে যান। পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কুমিল্লা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠিয়ে দেন।
বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল অফিসার শাহিদা আক্তার শিমু বলেন, ‘আহত শ্রমিকের অবস্থা বেশ গুরুতর। সে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে।
বঙ্গবন্ধু হলের কাজ করা ঠিকাদার মো মিলন বলেন, ‘একজন শ্রমিক উপর থেকে পড়ে আহত হয়েছে, তার চিকিৎসার সব ব্যয়ভার আমরা বহন করবো।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘বিষয়টি জানার পর আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।’
প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে একজন শ্রমিক গুরুতর আহত হন। এবং ২০১৯ সালের জানুয়ারিতে তিনতলা থেকে পড়ে একজন শ্রমিক মারা যান।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড