• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সেজেছে কবি নজরুল কলেজ

  কেএনজিসি প্রতিনিধি

০৪ জানুয়ারি ২০২০, ১১:২৬
কেএনজিসি
বর্ণিল সাজে সেজেছে কবি নজরুল সরকারি কলেজ (ছবি : অধিকার)

বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাল-সবুজের বর্ণিল সাজে সেজেছে কবি নজরুল সরকারি কলেজ।

সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, প্রধান ফটক থেকে প্রশাসনিক ভবন এবং ক্যান্টিন চত্বর পর্যন্ত রাস্তা আলোকসজ্জা করা হয়েছে। সন্ধ্যার পরই লাল, নীল আর সবুজের আলোতে ঝলমলিয়ে ওঠে পুরো ক্যাম্পাস। চোখ ধাঁধানো এ আলোকসজ্জার ঝলকানি মন কেড়েছে সবার। আলোকসজ্জা উপভোগ করতে অনেকেই ভিড় জমিয়েছেন কলেজ ক্যাম্পাসে।

কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন সাগর বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজেদের অর্থায়নে ক্যাম্পাসে লাল-সবুজের আলোকসজ্জার ব্যবস্থা করেছি।’

সদ্য বিদায়ী কমিটির উপপাঠাগার বিষয়ক সম্পাদক ইয়াসিন আল অনিক বলেন, ‘উপমহাদেশের বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা আমাদের সাধ্যমত আয়োজন করেছি।’

এ দিকে (৪ জানুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। কর্মসূচির মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, স্বেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসূচি।

ওডি/এসএমএন

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড