• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মামলার বেড়াজালে আটকে আছে জনতা ব্যাংকের ৪০ হাজার কোটি টাকা

  অর্থ-বাণিজ্য ডেস্ক

০৩ আগস্ট ২০১৯, ১৪:৩৫
জনতা ব্যাংক
(ছবি: সংগৃহীত)

২০১৯ সালের জুন পর্যন্ত আদালতে জনতা ব্যাংকের নিষ্পত্তির অপেক্ষায় ২০ হাজার ৩৮৪টি মামলা আছে। আর এসব মামলায় ব্যাংকটির ৪০ হাজার ৩১ কোটি টাকা আটকে রয়েছে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে জনতা ব্যাংক এ সংক্রান্ত একটি প্রতিবেদন পাঠিয়েছে বলে, অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

তথ্য অনুযায়ী, ব্যাংকটির চলতি বছরের জুন পর্যন্ত অর্থঋণ আদালতে নিষ্পত্তির অপেক্ষায় থাকা মামলার সংখ্যা ২০ হাজার ৩৮৪টি। এক্ষেত্রে জড়িত অর্থের পরিমাণ ১৩ হাজার ৪৩১ কোটি ৯০ লাখ টাকা। আর রিট মামলার সংখ্যা হচ্ছে ২০৬টি। সেখানে জড়িত অর্থের পরিমাণ ১০ হাজার ১৪৮ কোটি ৮৩ লাখ টাকা। সার্টিফিকেট মামলার সংখ্যা ১৬ হাজার ২৭টি, জড়িত অর্থের পরিমাণ ৩৭ কোটি ২৯ লাখ টাকা। দেউলিয়া মামলার সংখ্যা ৮টি এবং জড়িত অর্থের পরিমাণ ১০৯ কোটি ৩৮ লাখ টাকা। আর অন্যান্য মামলার সংখ্যা ৮৫৫টি এবং সেখানে জড়িত অর্থের পরিমাণ ১৭ হাজার ৬৭ কোটি ৯১ লাখ টাকা।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড