• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাজেটে প্রণোদনা ঘোষণার পরও পুঁজিবাজারে দরপতন অব্যাহত

  অর্থ-বাণিজ্য ডেস্ক

১৬ জুন ২০১৯, ১৭:৩২
শেয়ারবাজার

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রণোদনা ঘোষণার পরও সপ্তাহের প্রথম কার্যদিবসে রবিবার (১৬ জুন) পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৪৩ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩০ পয়েন্টে অবস্থান করছে। বাকি দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ২৩৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৯০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

রবিবার ডিএসইতে ৫৩৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩৮ কোটি টাকা কম। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ ছিল ৫৭২ কোটি টাকার।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানির মধ্যে এদিন দাম বেড়েছে ৯৮টির, কমেছে ২০১টি এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেন হওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে আছে- জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, ইস্টার্ন হাউজিং, বিবিএস কেবলস, নিউ লাইন ক্লোথিংস, ড্রাগন সোয়েটার, ইস্টার্ন কেবলস, নর্দার্ন ইন্স্যুরেন্স, সিলকো ফার্মা এবং ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬১২ পয়েন্টে। সিএসইতে এদিন ২৬৮টি প্রতিষ্ঠানের হাত বদল হয়। এর মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। এছাড়া সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেট পুঁজিবাজারবান্ধব হয়েছে বলে জানিয়েছে। একইসঙ্গে ডিএসই অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়ারও দাবি জানায়।

রাজধানীর মতিঝিলের ডিএসই কার্যালয়ে রবিবার দুপুরে আয়োজিত প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এ এম মাজেদুর রহমান এ কথা জানান।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড